আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মাদকবিরোধী অভিযানে ২০কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক উদ্ধার করেছে পুলিশ।
এসময় দৌড়ে পালানোর সময় মো. সুজন (২০) নামে এক যুবককেও আটক করা হয়। সে জেলার ব্রাহ্মণপাড়া থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার সংলগ্ন “কাঠালিয়া ব্রিজ’র সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী একটি হলুদ রঙের টাটা পিকআপ ভ্যান আটক করা হয়। তৎক্ষনাৎ গাড়ীর চালক পালানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাকেও আটক করা হয়।
পরবর্তীতে মাছের ড্রামের ভেতর লুকানো ৮টি প্যাকেট থেকে মোট ২০কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ও.সি) মো. রফিকুল ইসলাম জানান, অভিযানে পিকআপ ভ্যান ও ২০কেজি গাঁজাসহ সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নিয়মাযায়ী আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন