ইব্রাহীম খলিল উল্লাহ সেন্টু : জেলা প্রতিনিধি নরসিংদী :
"নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ০৩ কেজি গাজা ও ৬১ পিস ইয়াবা উদ্ধারসহ মোট ০২ জন গ্রেফতার এর পাশাপাশি বিভিন্ন অপরাধে সর্বমোট ১৮ জন গ্রেফতার"
২৫ জুন পুলিশ মিডিয়া সেল নরসিংদী তথ্য মতে জানা যায়,গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ০৩ কেজি গাজা ও ৬১ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলা গোয়েন্দা শাখা নরসিংদী কর্তৃক ২৪ জুন ২০২৪ রাত ০০.৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন ভেলানগর এলাকা হতে-০৩ কেজি গাঁজা উদ্ধারসহ হেপি বেগম (৩০) নামের ০১ জন গ্রেফতার করা হয়। এছাড়াও মাধবদী থানা কর্তৃক ২৪ জুন ২০২৪ রাত ১৯.৩০ ঘটিকায় মাধবদী থানাধীন মনোহরপুর এলাকা হতে-৬১ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃ আবু বক্কর সিদ্দিক (২৮) নামের ০১ জন গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে রায়পুরা থানা কর্তৃক পরোয়ানা মূলে-০৫ জন গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১১ জন গ্রেফতার করা হয়েছে।
আরও জানা যায়, উল্ল্যেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট-১৯টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ