সোহরাব হোসেন মুন্না
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
বাংলাদেশের কারগারে আলোচিত সমালোচিত জল্লাদ শাহজাহান (৭৫) মারা গেছেন, তার পুরো নাম শাহজাহান ভূইয়া তিনি ১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী গ্রামে জন্মগ্রহন করেন তার পিতার নাম মৃত হাছান আলী, তিনি স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর গ্রাম্য রাজনীতিতে প্রবেশ করে পথভ্রষ্ট হয়ে যান, মৃত্যুর সময় জল্লাদ শাহজাহানের বয়স হয়েছিলো ৭৫ বছর।
কারাগারের রেকর্ড অনুযায়ী জল্লাদ শাহজাহান ২ টি মামলায় ৪২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন একটি ডাকাতি করতে গিয়ে হত্যা মামলা আরেকটি অস্র আইনের মামলা।
কারাগারের নথি অনুযায়ী জল্লাদ শাহজাহানের বিরুদ্ধে অস্র আইনের মামলায় ১৯৯২ সালের ৮ নভেম্বর ১২ বছর এবং ডাকাতি করতে গিয়ে হত্যা মামলায় ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর ৩০ বছরের সাজা হয়, একই সাথে তাকে উভয় মামলার রায়ে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও ৬ মাসের সাজা প্রদান করা হয়।
এই দুই মামলায় ১৯৯১ সালের ১৭ মে থেকে ২০২৩ সালের ১৮ জুন পর্যন্ত ৩১ বছর ৬ মাস ২ দিন কারাভোগের পর তিনি কারাগার থেকে মুক্তিপান।
কারাবিধি অনুযায়ী ফাঁসি কার্যকর করা ভালো আচার আচরণ ও অন্যান্য কারণে তার ১০ বছর ৫ মাসের সাজা মওকুফ (রেয়াত) করা হয় একই সাথে তার হাতে কোন টাকাপয়সা না থাকায় এবং তার আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ায় কারা কর্তৃপক্ষ তার জরিমানার ১০ হাজার টাকা পরিশোধের ব্যবস্থা করেন।
জল্লাদ শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত ৬ আসামি সহ আলোচিত ২৬ জন আসামিকে রশিতে ঝুলিয়ে তাদের ফাঁসি কার্যকর করেছেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি বলেছিলেন দেশের বিভিন্ন কারাগারে তিনি ৬০ জন ফাঁসির আসামিকে ফাঁসিতে বুঝিয়ে তাদের মৃত্যুদন্ড কার্যকর করেছেন, যারা নতুন জল্লাদ হতে চাইতেন জল্লাদ শাহজাহান কারা কতৃপক্ষের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিতেন।
আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার মাধ্যমে শাহজাহান ভূইয়া তার জল্লাদি জীবন শুরু করেন।
তার দেওয়া আলোচিত ফাঁসির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি ৬ জন, যুদ্ধাপরাধ মামলার আসামি ৬ জন, দেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদার, জঙ্গি সংগঠন জেএমবি'র শীর্ষ দুই নেতা বাংলাভাই ও আতাউর রহমান সানি এবং আলোচিত শারমিন আক্তার রীমা হত্যার আসামি খুকু মনির।
শাহজাহান ভূইয়া কারগার থেকে মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করে সাভারের হেমায়েতপুর এলাকার কাসেম আলীর একটি বাসায় ভাড়া থাকতেন কিন্তু তাদের এই সংসার বেশিদিন স্থায়ী হয়নি।
২৩ জুন দিবাগত রাত ৩ টার দিকে তার বুকে ব্যথা উঠলে বাড়ির মালিক কাসেম আলী তাকে রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন সকাল সাড়ে ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আজম ভূইয়া এবং জল্লাদ শাহজাহান ভূইয়ার বোন ফিরোজা বেগম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার বোন জানান আমরা তার মৃত্যুর সংবাদ পেয়ে দুপুরে দিকে হাসপাতালে যাই ময়নাতদন্তের পর তার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে নিয়ে আসি এখানেই তার জানাযা ও কাফন দাফন সম্পন্ন হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ