এডভোকেট মো. রফিকুল ইসলাম :
দৈনিক শীর্ষ অপরাধ ডেস্ক | ২৫ এপ্রিল ২০২৫
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানে শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ৬ প্যারা স্পেশাল ফোর্সের সদস্য, হাবিলদার ঝানটু আলী শেখ। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একজন গর্বিত বাঙালি মুসলমান সন্তান এবং সাহসী ভারতীয় সেনা।
দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারী এই যোদ্ধার আত্মবলিদান যখন জাতীয় শ্রদ্ধার দাবি রাখে, তখনই দেখা যাচ্ছে এক অস্বস্তিকর নীরবতা। শহীদের ধর্মীয় পরিচয় যেন দেশের প্রধান সংবাদমাধ্যমগুলোর চোখে ‘অপ্রাসঙ্গিক’।
পেছনে ফিরে তাকালে মনে পড়ে, পেহেলগাম হামলার সময় একজন বাস যাত্রীর পরিচয় জানতে চেয়ে সন্ত্রাসীরা জিজ্ঞাসা করেছিল, “তুমি হিন্দু না মুসলমান?”—আর সেই প্রশ্ন ঘিরেই ছিল মিডিয়ার উত্তাল উন্মাদনা, শত শত টক শো, বর্ণবাদী বিশ্লেষণ, এবং তথাকথিত ‘জাতীয়তাবাদী’ আবেগের বিস্ফোরণ।
কিন্তু আজ, যখন ঝানটু আলী শেখ নামের একজন বাঙালি মুসলমান শহীদ হলেন, তখন মিডিয়ার শিরোনামে কেবল লেখা হলো—“একজন সেনাসদস্য শহীদ”, “সন্ত্রাসবিরোধী অভিযানে প্রাণ গেল সেনার”। তার ধর্ম, জাতি, সংস্কৃতি—সব মুছে ফেলা হলো এক নিঃশব্দে।
প্রশ্ন উঠছে, যদি তাঁর নাম হতো ‘ঝানটু সিং’ বা ‘ঝানটু শর্মা’, তবে কি আজ ক্যামেরা তার পরিবারে জুম করত? টক শো-তে ‘শহীদত্ব’ আর ধর্মকে গেঁথে আবেগের সুর বেজে উঠত?
ঝানটু আলী শেখ, এক বাঙালি মুসলমান, ভারতের জন্য শহীদ হয়েছেন।
তাঁর মৃত্যু শুধু এক সন্ত্রাসবিরোধী অভিযানের ট্র্যাজেডি নয়, বরং এটি মিডিয়ার পক্ষপাতমূলক ন্যারেটিভকেও নগ্ন করে দিয়েছে।
তিনি চলে গেছেন—
তবে যাওয়ার আগে
ভারতীয় মিডিয়ার ‘ধর্মীয় জাতপাত’ হাইপোক্রিসি
স্পষ্ট করে দিয়ে গেছেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ