দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি, মো: জুয়েল রানা
কুমিল্লার দাউদকান্দির,গৌরিপুর বুলিরপাড় এলাকায় মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায়ক্বারী আজগর আহমদ ইন্টারন্যাশনাল ইসলামিয়া মাদ্রাসার ৪ জন শিক্ষককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি থানা পুলিশ।গত মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার গৌরীপুর এলাকার ভূলিরপাড় ক্বারী আজগর আহমদ ইন্টারন্যাশনাল ইসলামিয়া মাদরাসার সাথে পাশের পুকুর থেকে নুসরাত (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হাইধনকান্দি গ্রামের প্রবাসী রবিউলের মেয়ে। পাঁচ দিন আগে ওই মাদরাসায় ভর্তি হয়েছিল নুসরাত এবং তার ভাই।
গতকাল বুধবার (২৪ এপ্রিল) নুসরাতের মা মোর্শেদা বেগম বাদী হয়ে ওই মাদরাসার পাঁচ শিক্ষকের নামে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় ওই মাদরাসার আবাসিক শিক্ষক রুহুল আমিন (২৩), শরিফুল ইসলাম (২৪), সোনিয়া আক্তার (২১) ও তাহমিদা সুলতানা (১৯) কে গ্রেপ্তার করেছে। তাদের গতকাল বিকেলে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, নুসরাতের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর মা বাদী হয়ে পাঁচজনের নামে হত্যা মামলার দায়ের করেন।
এ ঘটনায় ওই মাদরাসার চার শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে। মাদরাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক পলাতক রয়েছে।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ