একরামুল হক ;
ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ ঢাকার ইফতার ও দোয়া মাহফিল ২৪ মার্চ ,সোমবার, রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ এর ইফতার মাহফিল সংগঠনটির সভাপতি নুরুল আমিন ভূঁইয়া বাদশা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু (আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ, বিএনপি) বলেন ভবিষ্যতে এই সংগঠন আরো বেশি প্রসার লাভ করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে ।
দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে
এ জাতীয় ধর্মীয় অনুষ্ঠান করা সম্ভব
হয়েছে। তিনি আরো বলেন খুব কম সময়ের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে কে শক্তিশালী করবো । বক্তব্য রাখেন বেলাল আহমেদ, গ্রাম সরকার সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি, শাহানা আক্তার শানু আবু তালেব, খন্দকার এনামুল হক এনাম আহবায়ক ঢাকা মহানগর যুবদল,খন্দকার নাসির উদ্দিন,আহবায়ক ফেনী জেলা যুবদল,
মনছুর ভূইয়া, সদস্য সচিব দাগণ ভূঞা যুবদল । উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী চেতনার নেতাকর্মীরা ।
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, দেশ ও জাতির কল্যাণে জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে নূরুল আমিন ভূঁইয়া বাদশা বলেন আগামী সংসদ নির্বাচনে ফেনী-১ সংসদীয় আসনে বিএনপি'র প্রার্থী হিসেবে রফিকুল আলম মজনু কে দেখতে চাই। ইফতার মাহফিলের আয়োজক কমিটির সদস্য ও অংশ গ্রহণকারী ফেনী বাসিসহ উপস্থিত সকল কে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ