নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারিক দায়িত্ব পালনের সময় ‘বিদ্বেষমূলক উদ্দেশ্যে’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় প্রদান এবং ‘জাল রায়’ তৈরির অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলা করা হয়। মামলাটি ২০২৪ সালে শাহবাগ থানায় দায়ের করা হয়েছিল।
এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই মামলার তদন্ত চলছিল এবং বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের পর গ্রেপ্তারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে রমনা থানায় নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের ১৯তম প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন এবিএম খায়রুল হক। পরবর্তীতে ২০১৩ সালের ২৩ জুলাই তিনি আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন এবং একাধিকবার পুনর্নিয়োগ পান।
আইন ও বিচার অঙ্গনে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই সাবেক বিচারপতির গ্রেপ্তার দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন মহল এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে।
তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানিয়েছে ডিবি।
মন্তব্য করুন