পদত্যাগ করলেন সাংবাদিক কবির হোসেন
আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: কবির হোসেন। তিনি আজ সোমবার তিতাস প্রেস ক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে বিএনপি থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক কবির হোসেন। তিনি বলেন, রাজনীতি ও সাংবাদিকতা একসাথে হয় না। একজন সাংবাদিক রাজনীতিতে সম্পৃক্ত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এর ফলে জনগণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । তাই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, রাজনীতি থেকে বেরিয়ে আসবো। তিতাস উপজেলা বিএনপি থেকে আমার এই পদত্যাগ এক্ষণেই কার্যকর হবে।
ইতোমধ্যে (গত বছর ১৭আগষ্ট) কবির হোসেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অদ্যাবধি এই বিষয়ে বিএনপি থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের পরে কবির হোসেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই সময় বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন