সোহরাব হোসেন মুন্না:
সন্ত্রাসীদের হামলায় নিহত রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন মিয়ার হত্যাকারী আবিদ হাসান রুবেলকে কেউ ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করার পাশাপাশি হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে ৭২ ঘন্টার সময় দিয়ে সাবেক মন্ত্রী জনাব রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি আরও বলেন সন্ত্রাসীদের কোন দল নেই এবং রায়পুরাতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবেনা,সুমনের ১ম জানাযায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তার ১ম জানাযা রায়পুরা সেরাজ নগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় দফায় চরসুবুদ্ধি ঈদগাহ ময়দানে জানাযা শেষে সুমনকে চরসুবুদ্ধি কবরস্থানে দাফন করা হয়,জানাযায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ