হারুন অর রশিদ:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলি করা হয়।
সোমবার (২৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।তিনি প্রশাসন ক্যাডারের একজন পদোন্নতি বঞ্চিত একজন কর্মকর্তা। বিগত স্বৈরশাসকের আমলে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসন ক্যাডারের সুদক্ষ ও চৌকস কর্মকর্তা রেজাউল মাকছুদ জাহেদীকে পদোন্নতিতে বৈষম্যের শিকার হন।
জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুই স্তরে পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন রেজাউল মাকসুদ জাহেদী। উপসচিব থাকাকালীন পদোন্নতির ক্ষেত্রে একবার এবং অতিরিক্ত সচিব পদোন্নতির ক্ষেত্রে চারবার পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন। এমনকি পদোন্নতিপ্রাপ্ত তাঁর কনিষ্ঠ কর্মকর্তার অধস্তন হিসেবে একাধিক জায়গায় চাকরি করতে হয় তাঁকে ।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হন । দীর্ঘ প্রায় ৩০ বছর চাকরিজীবনে , সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে প্রজাতন্ত্রের একজন সুদক্ষ কর্মচারি হিসেবে দায়িত্ব পালনের সুনাম রয়েছে তাঁর ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করার পর যুক্তরাজ্যের ব্রেডফোর্ডশায়ার থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে পিজিডি এবং চীনের সান ইয়েৎ সিন বিশ্ববিদ্যালয় হতে এমপিএ ডিগ্রী অর্জন করেন এবং প্রতিযোগিতামূলক ১৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন।
ময়মনসিংহ এর ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের নিজ আটাবর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আবদুল হালিম। তিনি একজন স্বনামধন্য সুদক্ষ ও আদর্শ শিক্ষক ছিলেন। তিনি পিতা-মাতার ৮ ভাইবোনের ভিতরে ৬ নম্বর সন্তান। তার স্ত্রী ডাঃ মাহবুবা জাহান , সহযোগী অধ্যাপক হিসাবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন। তারা দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক।
মন্তব্য করুন