_আবদুল লতিফ জনি
——- ————
আমার হৃদয় ভাঙ্গলো শুধু ভালোবাসার ছলে-
তোমার দেওয়া স্বপ্নগুলো ভিজলো চোখের জলে।
দূর আকাশে দৃষ্টি যেনো খোঁজে চাঁদের আলো-
ব্যথার প্রদীপ যতই জ্বালাও বাসবো তোমায় ভালো।
কথা দিয়েও ভাঙ্গলে শপথ গড়তে নিজের ঘর-
মনের ঘরে বাসর সাজাও করলে আমায় পর।
সকাল, দুপুর, সন্ধ্যা বেলা তোমার অভিসার-
রূপের চমক বাড়াও চোখে জাগাও সুধা কার ?।
কয়লা ধুলে ময়লা যাবে এই আশাতে ভুল-
রাত্রি শেষে দেখবে জেগে হৃদয় ভাঙ্গা কূল।
হৃদয় দিয় ডাকছি তোমায় খুলতে মনের দ্বার-
প্রেম শিখরে রাখবো তোমায় করছি অঙ্গীকার।
ভ্রমর খোঁজে ফুলের মধু, প্রেমিক খুঁজে মন-
স্বপ্ন ঘরে বাসর বিলাস জাগায় সারাক্ষন।
ওগো আমার প্রান পূঁজারী আমায় কথা দাও-
আসবে ফিরে মনের তীরে বাইবে প্রেমের নাও।
মনের দুখ বইতে নারি সইতে নারি ব্যথা-
তোমার তরে সবই পারি মরতে পারি সেথা।
—————-__—–
ঢাকা—-৭/০৬/২০১৬
জন্মক্ষন”
————–/
জ্যোস্নার আবিরে ভরা যেনো পূর্নীমা চাঁদে–
সুরের লহরী তোলে বেহালার নাদে।
ডালে ডালে ফুলে ফুলে ভ্রমরের গুন্জন- –
ছায়ায় শোভিত তরু শতরাঙ্গা রঙ্গন ।
আসিলে ধরার বুকে কপোলে তিলক পটে ললাটে হাঁসির রেখায় মন ছুঁয়ে যায়-
আদরে সোহাগে হেথা কোলে তুলে নিলো যথা মায়ের আঁচল যেনো হীরামমতায়।
এই দিনে এই ক্ষনে তোমার আগমনে ফুটে ফুল বনে বনে ফাগুনের আঙ্গিনায়-
পাহাড়ী নদী বহে ছন্দের তালে লয়ে সাগরের কুলে গিয়ে মিলে মোহনায়।
ধন্যে পুন্যে জাগে আজি তব মন-
তোমার পরশে তৃষিত বরসে শিহরিত করে তুলে মোর প্রতিক্ষন।
মন্তব্য করুন