নিজস্ব প্রতিবেদক:
যাত্রাবাড়ী কোনাপাড়া ইসলামিয়া টেলিকমের মালিক গোলাম কিবরিয়ার পিতা- মোঃ আমজাদ শেখ (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার(২২ নভেম্বর) ৩: ৩০ মিনিটের সময় নিজ বাসায় তিনি মারা যান। মাগুরা জেলার মোহাম্মদপুর থানা ওমেদপুর গ্রামে নিজ বাসায় শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটের সময় স্ট্রোক করেন, মোঃ আমজাদ শেখ, তার স্ত্রী সাত ছেলে ও দুই মেয়ে নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নিজ গ্রামে শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ ঘটিটার সময় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ