গাজীপুর জেলা প্রতিবেদকঃগাজীপুরের শ্রীপুরে পিকনিক যাওয়ার পথে দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছে। গুরুতর আহত হয়েছে ৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।নিহত তিন শিক্ষার্থী হলেন, মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩)।
শনিবার (২৩ নভেম্বর) সকালে দোতলা একটি বাসে বিদ্যুতায়িত হলে প্রথমে মাহিন নিহত হন। তিনি ইসলামিক ইউনির্ভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, বিআরটিসি দোতলা চলন্ত বাসটি রাস্তার পাশ দিয়ে রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আহত পাঁচ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরাফাত হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ছয়টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাসে ৪৬০ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে তাতে ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মাহিন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান জানান, ওই লাইটি ১১ হাজার ভেল্টেজের ছিল। সড়কের উপর দিয়ে বিদ্যুতের লাইন ক্রস করা অবস্থায় রয়েছে। একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি।
মন্তব্য করুন