কবিরা মত্ত ছবির পিন্জরে লোভে ভরা মোহে অন্ধ-
শিশুরা জাগিয়া কাটায় রজনী, বড়দের চোখ বন্ধ।
ক্ষনে ক্ষনে শুধু জাগায় মনে
অজানা শঙ্কার ভয়-
অত্যাচারীর নিষ্ঠুরতায় টিকে থাকাই যেনো জয়।
ওগো ধারিত্রী,ওগো স্বাধীনতা ওগো মোর জন্মভূমি-
বুটের তলায় পিষ্ট অধিকার নিস্পেষিত হলে তুমি।।
জাগিয়াছে আজি তোমার শিশুরা মাতৃরক্ষার ডাকে-
তপ্ত রাজপথে ঐক্য গড়েছে লেখা পড়ার ফাঁকে ফাঁকে।।
শুনিবেনা আর আশ্বাসের বানী ,শোষকের হুংকার-
জীবন বলিদানে সংকোচবিহীন রক্তদানে একাকার।।
চাহিয়া পথে কাঁদিবেনা মাগো, যদি হয় মোর তিরোধান,-
লক্ষ শিশুরা শোধিবে তোমার ছেলের আত্বদান।।
তোমার শিশুর বুকের রক্তে রাজপথ হলো সিক্ত ‘
রক্তের ঋণ হইবে সুধিতে শোষক যতই হোক ক্ষিপ্ত।।
বর্গী গেলো, ফিরিঙ্গী গেলো ,রইলো তাদের বংশ-
শোষনের প্রাচীর যতই হোক উঁচু ভাঙ্গিয়া করিবো ধ্বংস।।
তারিখ-৬/৭/১৮ইং
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ