আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
হোমনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আবদুল্লাহ আল মামুন (২৯) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত আসামি ঘারমোড়া ইউনিয়নের নয়াহাটি গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. ইফতেখার উদ্দিন মাহমুদ ও পুলিশের এসআই (নিঃ) মো. আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘারমোড়া ইউনিয়নের নয়া কান্দারহাটির সৈয়দ আলী প্রধানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ছয়টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় গ্ৰেফতার মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হোমনা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ও ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য উপাদানাবলী আইনের ৪ ধারা মতে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলা নম্বর যথাক্রমে ৩ ও ৪। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা দুটি তদন্তাধীন আছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ