নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান বলেছেন স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে সতর্ক থাকতে হবে।
কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে গণসমাবেশে অনলাইনে যুক্ত হয়ে আজ তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে একটি পর্যায় অতিক্রম করেছে, স্বৈরাচারের পতন হলেও বিপদ কাটেনি। সতর্ক থাকতে হবে।
তিনি বলেন মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যেন স্বৈরাচারের লোকেরা কোনো সুযোগ না পায় সেদিকে তাদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
বাংলাদেশকে পৃথিবীর কাছে সম্ভাবনাময় জাতি হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপি আগামীতে সরকার গঠন করলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ