রাজশাহী, ২৩ আগস্ট:
রাজশাহী জেলা প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে ভোটের কোনো বিধান নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে এ ধরনের নির্বাচন আয়োজন সম্ভব নয়। তবে ভবিষ্যতে আইন পরিবর্তন হলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে তিনি নিশ্চিত করেন।
শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজশাহীর নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও সেটা নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না। আইন সংশোধন হলে আমরা সেই অনুযায়ী নির্বাচন করব।”
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তবে এখনও কোনো রায় হয়নি। আদালতের রায় এলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
আগামী ফেব্রুয়ারিতে, রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সীমানার খসড়া প্রকাশ এবং শুনানির আয়োজন করা হয়েছে।
সিইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে যাদের মাধ্যমে ভোটকেন্দ্র দখল ও অনিয়ম হয়েছে, এবার সেই স্বপ্ন পূরণ হবে না। কোনো কেন্দ্রে দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হবে। এছাড়া অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক জয়লাভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এবার সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হবে। কমিশনের অধীনে থাকা প্রায় ৫৭০০ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন এবং অতীতে অনিয়মে জড়িতদের দায়িত্বে রাখা হবে না।
প্রধান নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেন, বর্তমান সরকার থেকে কোনো চাপ আসেনি। “যদি চাপ আসে, আমি পদত্যাগ করব—চেয়ারে বসে থাকব না।”
মন্তব্য করুন