মাহমুদুল হাসান : আগামী ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ও সর্বদলীয় ছাত্র ঐক্য ২০২৩-এর অন্যতম সমন্বয়ক, জুলাই-আগস্ট বিপ্লবের সংগঠক এবং বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল। তিনি বরিশাল-২ ও ঢাকা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।
এ প্রসঙ্গে আহম্মেদ শাকিল বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, ভোটাধিকার, জনগণের রাজনৈতিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘ ১৫ বছর জনগণ তাদের মৌলিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী লীগকে উৎখাতের পর জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি মূলত প্রতীকের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে লড়ব। যে রাজনৈতিক দল আমাদের মূল্যায়ন করবে, তাদের প্রতীকে আমি অংশ নেব।”
তিনি আরও বলেন, “২০১০ সাল থেকে আমি সম্মুখ সারিতে রাজনীতি করে আসছি। ছাত্র রাজনীতিতে দীর্ঘ এক যুগের বেশি সময় সক্রিয় থেকেছি। আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি—যা দেশের সকল রাজনৈতিক দলের নেতারাই জানেন।”
মন্তব্য করুন