সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা) :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই স্লোগানে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানের দাবীতে গাইবন্ধায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পৌর শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি বিপুল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি পদযাত্রা র্য্যলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর শহীদ মিনারে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, এ্যাড. জাহাঙ্গীর আলম সরকার জিন্না, এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, মোর্রশেদ হাবিব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, এ্যাড. মঞ্জুর মোরর্শেদ বাবু, সাদুল্যাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম,জেলা তাঁতী দলের আহবায়ক সাজ্জাদ হোসেন পল্টন, মৎস্যজীবী দলের আহবায়ক শামীম আহমেদ পলাশ, সদস্য সচিব হারুন অর রশিদ রাহাত, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার তমা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন রহমান,জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম,সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক, জেলা জাসাসের আহবায়ক বজলুল করিম রপু, সদস্য সচিব খান মোঃ কাওছার ওহায়িদ সুজন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্ট জেলা শাখার সিনিয়র যুগ্ম
মন্তব্য করুন