দাউদকান্দি প্রতিনিধি: মো: জুয়েল রানা
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় চাচির হাতে খুন হয়েছেন মো. সুমন(৩৬) নামের এক যুবক। (২২ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে। তিনি নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সন্ধ্যার পর কলাগাছ লাগানোকে কেন্দ্র করে পারুলের সঙ্গে তাঁর ভাতিজা সুমনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি সুমনের অণ্ডকোষে কামড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী পারুল আক্তার, তাঁর স্বামী আলী মিয়া ও ছেলে রাব্বিকে আটক করে। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চেষ্টা করেও পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নিহত সুমনের একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ