রাজশাহী প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২ নং শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল আনুমানিক ৯:৩০টার দিকে পুকুর পাড় সংলগ্ন সড়কের একটি অংশ ধসে পড়লে সিমেন্ট বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ফানু (৪৫) এবং খুদু (৫৫)। নিহত দুইজনের বাড়ি পিরোজপুরে। স্থানীয়রা জানান, রাস্তার ধসে যাওয়ার কারণে গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে, এবং সিমেন্টের ভারে গাড়িটি পুকুরের ধারে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফানু এবং খুদু প্রাণ হারান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনার কারণ হিসেবে রাস্তার নিম্নমানের নির্মাণকাজ এবং পুকুর পাড়ের দুর্বল ভূমিকে দায়ী করছেন এলাকাবাসী।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন