মতলব উত্তর, চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরে নিশ্চিন্তপুরে সন্দেহভাজন ৯ ডাকাত আটক করেছে স্থানীয়রা। পরে প্রশাসনকে খবর দিলে সেনাবাহিনী ও থানা পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি ফৌজদারি মামলা করেন এবং তাদের জেলহাজতে প্রেরণ করেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে একটি হাইস গাড়ি নিয়ে ১১ জন লোক উপজেলার হরিনা মোড়ে এলে ডাকাত আতংকে থাকা লোকজন তাদের জিগ্যেসাবাদ করার জন্য গাড়ি থামাতে চায়। তারা দ্রুত চালিয়ে যাওয়ায় সন্দেহ জাগে। পরে বিভিন্ন স্থানে ফোন দিয়ে সর্তক করা হলে নিশ্চিন্তপুর বাজারে থাকা লোকজন রাস্তায় ড্রাম ফেলে গাড়ি অবরুদ্ধ করে। এসময় গাড়িতে থাকা দুই জন পালিয়ে যায়। বাকী ৯ জনদের আটক করে জনতা আটক করে। আটককৃতরা হলো- চাঁদপুর সদরের দক্ষিণ আশিকাটি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ শাখাওয়াত (২২), দাসদী গ্রামের বাবুল মোল্লার ছেলে আল-আমিন (২৫), ধনপদ্দি গ্রামের ইব্রাহীম খানের ছেলে মেহেদী হাসান ইমন, মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদি গ্রামের মজিব খানের ছেলে মোঃ ফাহিম (২০), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার লাহাপাড়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে মোঃ আশিক (২৪), মতলব উত্তর উপজেলার শিকারী কান্দি গ্রামের কামাল প্রধানের ছেলে মোঃ জামাল প্রধান (২৩), মোস্তাপুর গ্রামের বাবুল মুন্সীর ছেলে মোঃ সাইফুদ্দিন রনি (২৪), দাউদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের সুনিল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস (২৯) ও মাইথারদিয়া গ্রামের ধনু মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৬) ও
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, তাদের ডাকাত সন্দেহ করে জনতা আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় ফৌজদারি মামলা করে জেল হাজতে প্রেরন করেছি।
মন্তব্য করুন