পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে তপু হোসেন (১৪) নামে এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার মশুরিয়াপাড়া এলাকার অরন্য ছাত্রাবাসের ৩য় তলা থেকে নিহতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ১৬ জুন ওই কিশোরকে নিখোঁজ উল্লেখ করে নিহতের মা মজিরন বেগম ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে মরদেহের খোঁজ পান। নিহত তপু ওই এলাকার রিকশা চালক আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, ঈদ-উল আযহার দুইদিন আগে মাদক সেবন নিয়ে তপুর সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় কয়েকজন যুবকের। পরে তারা কৌশলে ডেকে নিয়ে তপুকে হত্যা করে। হত্যার পর লাশ কয়েক টুকরো করে বস্তাবন্দি করে উল্লেখিত ওই ছাত্রাবাসের ৩০৫ নং রুমের একটি ট্যাংকের মধ্যে রেখে পালিয়ে যায়। এর আগে নিখোঁজের পরদিন হত্যাকারীরা তপুর বাবার মুঠোফোনে কল দিয়ে বিকাশে টাকা দাবি করেন। বিকাশে টাকা আদানপ্রদানের সূত্র ধরেই পুলিশ সন্দেহ করে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে নিহত তপুর লাশ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ এখনও থানায় আসে নাই।
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন