মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার (২১ জুন ২০২৪) সন্ধ্যায় দূতাবসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আগত প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি জামশেদ আলম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, যুগ্ন সম্পাদক মইন উদ্দিন মইন, গোলাম কাদের ইফতি, বিডিইউস সভাপতি প্রকৌশলী আশীষ বড়ুয়া, আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজে অধ্যক্ষা কিরন আক্তার এবং সহকারী অধ্যাপক আবু তাহের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সাইফুন নাহার জলী, মোহাম্মদ জাফর উদ্দিন ভূইয়া, আক্তার হোসেন রাজু, জাকির হোসেন জসীমসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মিডিয়াকর্মীবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মান্যবর রাস্ট্রদূত সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে সবাইকে ত্যাগী ও সহনশীল হবার পাশাপাশি এ গরমে সকলকে আমিরাতের মধ্যাহ্ন বিরতি আইন মেনে চলার আহবান জানান। এসময় তিনি আরও বলেন বর্তমান প্রবাসী বান্ধব সরকার প্রবাসী ও তাদের পরিবার পরিজনদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে সুদৃষ্টি রাখছে
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ