নিজস্ব প্রতিবেদক: অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, টাঙ্গাইলের কৃতি সন্তান। ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সাবেক কোষাধ্যক্ষ। দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান আতিক আর আমাদের মাঝে বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)!
তিনি আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার ভোরে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আতিকুর রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামে। তার (আতিকুর রহমানের) মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
প্রেসক্লাবে জানাজা ও শ্রদ্ধা
আজ মঙ্গলবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে টাঙ্গাইলের কৃতি সন্তান সাংবাদিক আতিকুর রহমানের জানাজা শেষে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ