এম,ডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর উপজেলার পলিপ্রয়োগপুর ইউনিয়নের দেবীপুর (চন্ডিপুর) মহল্লার আব্দুল মজিদের ছেলে হুমায়ুন কবির (৩৫) এর সহিত ঢাকা বনানী এলাকার মেয়ে শারমিন (২৪) আক্তারের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক, অতপর পারিবারিক ভাবে ইসলামি সরিয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে জানতে পারের তার স্বামী পরনারীতে আসক্তের ফলে তাদের সংসারে উভয়ের মধ্যে কলহের সৃষ্টি।
গত শুক্রবার ১৯ এপ্রিল রাত ৯ ঘটিকার সময় হুমায়ুন কবির তার স্ত্রী শারমিন আক্তার কে তার স্বামী হুমায়ুন কবির রাগান্বিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি কিল ঘুসি, লাথি মেরে মারাত্নক ভাবে জখম শারিরিক, মানষিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় । গ্রাম্য সালিশে নির্যাতন করবে না প্রতিশ্রুতি দিলেও হুমায়ুন কবির আবারো পূর্বের ন্যায় শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে।এমন অবস্থায় শারমিন আক্তার চিৎকার দিলে স্হানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন।এরপর রাত্রি বেলায় তার বাড়ি থেকে করে দেয়। এমন অবস্থায় শারমিন আক্তার নিরুপায় হয়ে পিতার বাড়িতে যাওয়ার প্রাক্কালে বিরামপুর রেল স্টেশনে সারারাত অবস্থান করছিলেন।পরের দিন সকালে আত্নীয়ের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন।
হুমায়ুন কবিরের সহিত মুঠোফোনে কথা হলে সে সাক্ষাৎ করতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে অভিযোগের দায়িত্বপ্রাপ্ত থানা অফিসার উপ পরিদর্শক আসাদের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,বিষয়টি নিয়ে তদন্ত চলছে।শারমিন আক্তার আরো জানান অভিযোগ দেওয়ার পরেও থানা পুলিশ সময় ক্ষেপণ করিতেছেন। এ বিষয়ে শারমিন আক্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ