রায়পুরা থানা অফিসার ইনচার্জ জানাই আমি মোঃ আব্দুল জব্বার এবং এস আই আমজাদ শেখ ও এ এস আই দেলোয়ার হোসেন নারী কনস্টেবল তাসলিমা আক্তার সহায়তায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করা কালে আজ ২২ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রায়পুরা পৌরসভাস্থ থানাহাটি পিটিআই সংলগ্ন পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয় করছে উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সক্রিয় ফোর্স অফিসারের সহায়তায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ১] আসমা আক্তার (২৩) পিতা দুলাল মিয়া স্বামী সজল মিয়া ২] রিনা আক্তার (৪৫) স্বামী দুলাল মিয়া উভয় সাং দেবগ্রাম উত্তর পাড়া থানা আখাউড়া জেলা ব্রাক্ষনবাড়িয়া দের দেহ তল্লাশি করিয়া বিশেষ কায়দায় পরিহিত জ্যাকেটের মধ্যে খাকি রং কস্টেপ দ্বারা মোড়ানো ১ নং আসামী আসমা আক্তারের কাছ থেকে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ২ নং আসামী রিনার কাজ কাছ থেকে ১০ কেজি গাঁজা মাদকদ্রব্য সর্বমোট ২০ কেজি গাঁজা মূল্য অনুমান চার লক্ষ টাকা সহ উদ্ধার করিয়া থানায় নিয়ে আসি, আইনগত বিষয় পক্রিয়াধীন।
মন্তব্য করুন