সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা):
স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগে ন্যায় বিচার নিশ্চিতসহ আদালত অঙ্গনে অনিয়ম,ঘুষ, দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট)
আইনজীবী, ল"ক্লার্ক ও বিচারপ্রার্থী জনগন গাইবান্ধার আয়োজনে সকাল ১০ ঘটিকায় গাইবান্ধা আাদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত মানব বন্ধনে জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সরওয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে ও এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আইনজীবী আঃ হালিম প্রামাণিক, রফিকুল ইসলাম সরকার বুলু,শামিউল হক ছামি, আইয়ুব আলী প্রধান, আবুল কাশেম ইয়াসবীর, সাঈদ আল আসাদ, এহতেশামুল এমরান, মাহবুবুর রহমান মন্জু, রেজা মিয়া, মোস্তাফিজুর রহমান, সোয়াইব আহমেদ, আব্দুর রশিদ, নুর আলম, আফরিন আকতার নিভা, ইউনুস আলী, লুৎফুন্নাহার সবিতা, শেফাউল ইসলাম রিপন ও আসাদুজ্জামান সরকার শাকিল,ল"ক্লার্ক আব্দুল হাই, বিচারপ্রার্থী এ এস এম মনিরুজ্জামান সবুজ প্রমুখ।
বক্তারা জুলাই হত্যাকান্ডের বিচার, আহতদের চিকিৎসা ও পূর্ণবাসনের আহ্বান জানান এবং আদালত অঙ্গনে ঘুষ,দূর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধ করাসহ স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগে ন্যায় বিচার নিশ্চিত কারা সহ বিচারপ্রার্থী জনগনকে হয়রানি বন্ধ এবং নির্দিষ্ট সময় মধ্যে মামলার কার্যক্রম নিষ্পত্তি করার দাবী জানান।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ