ইব্রাহীম খলিল সেন্টু
নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে আদিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে রাতভর
করন্ডিবাড়ি, বিরোজ মেম্বার বাড়ি গং ও শাহ আলম মেম্বার বাড়ি আইল্লাবাড়ি গং দু"পক্ষের টেটাঁ ও বন্ধুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ৫জন নিহত। আহত হয়েছে অনেক।
নি*হতরা হলেন, ১-জুনায়েত (১৮) পিতা শাহীন ,সায়েদাবাদ(বালুচর)২- ফিরোজা বেগম, স্বামী শাহাবুদ্দিন,সায়েদাবাদ(বালুচর) ৩- আমির (৫০)। ৪-বাদল (৫২) উভয়- পিতা, ইসমাইল,সায়েদাবাদ, ৫-আনিস(৩৪) পিতা- অজ্ঞাত সর্ব থানা,রায়পুরা,জেলা, নরসিংদী।
হতাহতের সংখ্যা এখনো যানা যায়নি তবে আহত গোলাপ মিয়া সহ অনেকেই মৃ*ত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
জানা যায় ২১ আগষ্ট রাত ১১ ঘটিকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাতভর।
আজ ২২-০৮-২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে উভয়পক্ষের মধ্যে ডাক ভাঙিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এতে নিহত হয় ৫ জন, আহত অনেক।
জানা যায় নিহতরা সবই ফিরোজ মেম্বার পক্ষের লোকজন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ