পিলখানার বিডিআর বিদ্রোহ নামে সেনাবাহিনীর অফিসারদের হত্যা,২৮ শে অক্টোবর লগি বৈঠার তান্ডব শাপলা চত্বরে নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রদের হত্যা এবং ১৫ বছরে আওয়ামী লীগ শাসনের গুম -খুন গণহত্যা ও কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদের স্মরণে শোক র্যালী করেছে গাইবান্ধা জেলা ছাত্রদল।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় গাইবান্ধা জেলা ছাত্রদলের ব্যানারে একটি শোক র্যালী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল,জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী,সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক,জেলা
ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম,সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,
যুগ্ন সাধারণ সম্পাদক ইমাম হাসান আলাল,যুগ্ন সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিল,যুগ্ন সাধারণ সম্পাদক মিরজুমান রবিন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক সুজন পাটোয়ারী,আসিফ জামান,মুন,রিফাত সহ আরও অনেকে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ