সামিমা আক্তার:
রাজধানীর যাত্রাবাড়ী ধার্মিক পাড়া ওয়াবদা রোড এলাকায় নির্মাণাধীন বাড়ি ও দোকান পাট ভেকু দিয়ে ভেঙে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত- ৩১ মে ২০২৫ ইং - তারিখে রাত ১১: সময় ওয়াবদা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন, যাহা নং -৮৯.০১/০৬/২৫/ইং তারিখে , সাঈদ আহাম্মেদ ( ৩৮) এতে বিবাদী করা হয়ে মো. বোরহান উদ্দিন (৫৫) পিতা- অজ্ঞাত ২। মাসুদ বিল্লাল (৫৮) পিতা -অজ্ঞাত সাং মাতুয়াইল কোনাপাড়া থানা যাত্রাবাড়ী, ঢাকা।
সাধারণ ডায়েরি ( জিডির) উল্লেখ্য বিষয়
সহ আরো অজ্ঞাত নামা কয়েকজন আমার বর্ণিত ভূমি জোর পূর্বক ভাবে দখল করার জন্য চেষ্টা করিতেছে দীর্ঘদিন ধরে। এই সংক্রান্তে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে বলেও জানা গেছে। যার দেওয়ানী মোঃ নং-১৫৯/২০২১ খ্রি.। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় উপরোক্ত বিবাদীগন গত-৩১/০৫/২০২৫ তারিখ রাত ১১.০০ ঘটিকার সময় আমার বাড়ীতে আসিয়া আমাকে না পাইয়া আমার দারোয়ান শুকুর আলী (৩৫) কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমার দোকান পাট ভেকু দিয়া ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করে বলেও জানা গেছে। স্থানীয়রা জানান, ৬৪,ও ৭৩ নং ওয়ার্ড স্বৈরাচার শেখ হাসিনার আমলে এলাকার বিভিন্ন স্থানে তান্ডব চালায় এই বোরহান উদ্দিন,গং এবং তার অনুসারীরা। এ বিষয়ে ভুক্তভোগী-সাঈদ আহমেদ ও জি.এম সরোয়ার গং বলেন, যাত্রাবাড়ী থানাধীন ধার্মিক পাড়া, ওয়াবদা রোড ৩৭/১/২৪ ঠিকানার ৮৪৮ অযুতাংশ জমি আমি শহিদুল্লায় ও রেজিয়ার নিকট হইতে বিগত ২০২১ সালে ক্রয় সূত্রে আমার মামা শ্বশুর জাকির হোসেনের পরিচিত সাঈদ আহম্মেদ ও আমি মালিক। উক্ত জমি ক্রয়ের পর আমরা টিনসেড বিল্ডিং নির্মান করিয়া ভোগ দখলে নিয়োজিত আছি। আমাদের উক্ত জমিতে নির্মিত টিনসেড বিল্ডিংয়ের সামনের অংশে দোকান এবং পিছনের অংশে গোডাউনের জন্য নির্মিত। বিবাদীরা বিভিন্ন সময় আমার উক্ত তফসিল যুক্ত জমি জোরপূর্বক দখলের জন্য পায়তারা করিয়া আসছে। আমার উক্ত জমিতে নির্মিত দোকানের ভিতরে ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই মোঃ জাহির উদ্দিন দৈনিক সকালের সময়কে বলেন, আমি এখন পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত করিনি তবে আমাকে বাদী ফোনে বলেছেন আপনাকে পরে জানাবো এ বিষয়ে বাদীর কাছ থেকে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার এসআই ঘটনা স্থল এসে বিষয়টি দেখেনি এবং আমাকে কোন ফোন করেনি।এ বিষয়ে যাত্রাবাড়ী থানার সাধারণ ডায়েরী জিডির বিবাদী- বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন , আমাদের জমির চৌয়াদ্দী দিয়ে আছে সি.এস থেকে আমাদের দলিল গুলোর রাইট আছে। কোর্টে মামলার ব্যাপারে স্পষ্টভাবে কোন কিছু বলতে পারব না যে কোন দাগটি আমার? আমরা উভয় পক্ষে বসতে চাই ।আমাদের যদি জমির কাগজ থাকে তাহলে আমরাই দাবিদার।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ