সাইফুল ইসলাম, বান্দরবান : “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”এই প্রতিপাদ্য বাস্তবায়নে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র আয়োজনে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে ঘুমধুম উচ্চ বিদ্যালয় হল কক্ষ্যে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি, উক্ত ব্যাটালিয়ন’র উপ-অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী,ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহনেওয়াজ চৌধুরী,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন কান্তি কুমার,দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,দক্ষিণ ঘুমধুম মিসকাতুন্নবী(স:)দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সেলিম উল্লাহ,শিক্ষক মাওলানা শাহজাহান সহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৩ শতাধিক বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।মানুষ।
উক্ত সভায় বক্তারা সীমান্ত এলাকার নানা সংকট ও সম্ভাবনা তুলে ধরে সীমান্তের চোরাচালান,চোরাকারবার ও অনুপ্রবেশ রোধ এবং চোরাকারবারিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থার উপর জোর দেন।
মন্তব্য করুন