নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ২০ জুলাই ২০২৫ (রবিবার):
ওয়েব (WEDB) ফাউন্ডেশনের উদ্যোগে “নারী উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা ২০২৫” অত্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের “শৈলপ্রপাত” অডিটোরিয়ামে। নারী উদ্যোক্তাদের প্রেরণা ও সাফল্যের গল্প উদযাপন করতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল।
প্রথম পর্বে “উদ্যোক্তা সম্মেলন” অনুষ্ঠিত হয়। এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সাইফুল ইসলাম (PMGF), ব্যবস্থাপনা পরিচালক ও CEO, অতিথি ডট কম। তিনি নারী উদ্যোক্তাদের সক্ষমতা ও উদ্ভাবনী চিন্তাধারাকে আরও এগিয়ে নিতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিল মিলন মেলা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান এবং অভিনেত্রী ও সংগীতশিল্পী রুমানা ইসলাম মুক্তি।
অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব এবং নারী উদ্যোক্তাদের বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন খ্যাতিমান ও নবীন উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব প্রেসিডেন্ট রূপা আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েব ভাইস প্রেসিডেন্ট রবিন আহমেদ, সেক্রেটারি জেনারেল পূর্ণিমা ত্রিপুরা, ওয়েবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও কান্ট্রি অ্যাম্বাসেডর শিরিন আক্তার।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন: ফেরদৌস আরা ফ্লোরা।
নারী উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজনে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা কামনা করেন।
মন্তব্য করুন