আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হ’ত্যা’র প্রতিবাদ এবং দ্রুত খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছে কুমিল্লা তিতাস উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন হক বাবুর নেতৃত্বে গৌরিপুর-হোমনা সড়কে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল আনোয়ার, তানভীর নুর, মেহেদী প্রধান, কড়িকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাদশা মোল্লা, মাহফুজ সওদাগর, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আরমান রাকিব, মেহেদী, রিফাত, ইয়াছিন ও শান্তসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন হক বাবু বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা অতীতেও নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখনও হচ্ছেন। আমাদের অপরাধ কী? আমরা তো একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। একজন ছাত্রনেতা ও শিক্ষার্থীকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত। এ নৃশংস হ’ত্যা’কা’ণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে যেন আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মমতার শিকার না হয়। ছাত্রদল আর কোনো মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতাকে হারাতে চায় না।
মন্তব্য করুন