লনি গোপাল,কুমিল্লা :
কুমিল্লার দাউদকান্দির মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একুশে পরিবহন নামের ঢাকা - নোয়াখালী বাস চাপায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতুলী এলাকার দিলবাল নেছা (৫০), শাহিনুর আক্তার (২৪), রাইসা (১.৫), সায়মা (৩)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম।
তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের ওই অংশে রাস্তা পার হচ্ছিলেন চারজন পথচারী। এসময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন নামের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।
ওসি আরও বলেন, বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ