গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী(ষষ্ঠ) চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী সহ মোট ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত রোববার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন তাঁরা। উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৪ জন। তাঁরা হলেন - উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আনছার আলী, বর্তমান সংসদ সদস্যের ভাই এস এ এম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫ জন। তাঁরা হলেন - উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান। এছাড়াও এই পদে মোঃ আব্দুল্যাহ সরকার, মোঃ আব্দুল বারেক, মোঃ মাহমুদুল হাসান দীপুল ও জমীর উদ্দিন আমেরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২জন। তাঁরা হলেন - উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পাড়ভীন ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন বৃষ্টি।
উল্লেখ্য, গত ২ এপ্রিল দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই আলোকে এ উপজেলায় ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এছাড়াও যাচাই-বাছাই ২৩ই এপ্রিল। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পরবেন তাঁরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ২ মে এবং ভোট গ্রহণ হবে আগামী ২১ মে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ