নিজস্ব প্রতিবেদক :- ইয়াং জেনারেশন কারাতে দো'র উদ্যোগে ছাত্রদের মাঝে ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়েছে। পরিক্ষায় উত্তীর্নদের মাঝে এই ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।
২১ মার্চ (শুক্রবার) কমলাপুর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে ইয়াং জেনারেশন কারাতে দো'র প্রতিষ্ঠানটি।
ইয়াং জেনারেশন কারাতে দো'র প্রতিষ্ঠাতা পরিচালক সেনসি মোঃ ইউনুছ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়াদোকায় কারাতে এ্যাসোশিয়েশনের সভাপতি সেনসি নাজমুল মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল হকসহ অভিভাবকৃন্দ।মোট ৭ জন কারাতেকারের মধ্যে ব্ল্যাকবেল্ট ও অন্যান্য ছাত্রদের মাঝে বিভিন্ন কালার বেল্ট প্রদান করা হয়। এদের মধ্যে তাথৈ,কর্নিয়া,আরিবা, সামিয়া,সাকিব,রায়ান, সানভি অন্যতম।
বেল্ট প্রদান অনুষ্ঠান শেষে ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেনসি নাজমুল মোর্শেদ বলেন, তোমরা কারাতের চর্চা অব্যাহত রাখো। একদিন তোমরাও দেশের মাটি পেরিয়ে বিদেশের মাটিতেও চ্যাম্পিওন হবে। বিদেশের মাটিতেও পুরষ্কৃত হবে এবং দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ