মারুফ হাসান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল গেটে এলইডি বিলবোর্ডে “জয় বাংলা, জয় বংগোবন্ধু" লেখা বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র জনতা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল গেটে এই দৃশ্য দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি অফিসের মূল গেটে এলইডি সাইনবোর্ডে এই দৃশ্য দেখে স্থানীয় জনতা ও আওয়ামীলীগ বিরোধী রাজনীতিবিদ ও ছাত্রজনতা সকলেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মুল গেটে এসে ক্ষোভ প্রকাশ করতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে সত্যতা যাচায় করেন।
শীর্ষ অপরাধ মেহেরপুর জেলা প্রতিনিধীর এক প্রশ্নের জবাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওবিএম অপারেটর রবিউল ইসলাম বলেন, 'সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু' লেখা উঠেছে। এটা দেখে পুলিশ ও জনগণ এসেছে। সাইনবোর্ডের লাইন টা কেটে দেয়া হলো,আমি এটুকুই জানি।
মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিল রহমান খান বলেন, "তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আগামীকাল আমি আপনাদের বিস্তারিত বলব"
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, 'বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এখানে কোন হ্যাকিং এর ঘটনা ঘটেছে, না কি অফিসের কেউ বিষয়টির সাথে জড়িত সেটা আগামীকাল অফিসে আমি তদন্ত করব। তদন্ত শেষ হলে বিস্তারিতটা সবার সামনে আসবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ