নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
এদিকে এ সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টঙ্গী (তুরাগ নদীর উপর) বেইলি ব্রিজটি নড়বরে ছিল। আজ ভোরে পাথরবাহী ড্রাম ট্রাকের কারণে ভেঙে গেছে। ড্রাম ট্রাকটি এখনো তুরাগ নদে পড়ে রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও মিডিয়া বিভাগ জানায়, ভোরে টঙ্গীর বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সড়ক ব্যবহারকারী সকলকে বিকল্প হিসেবে কামারপাড়া মুন্নুগেইট সড়ক ব্যবহার করতে বলা হচ্ছে।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ