এম,ডিম রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। জানা যায়,দিনাজপুর বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের সন্দলপুর মহল্লার পশ্চিম পাশের জংগল এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশের চৌখসদল। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সন্দলপুর গ্রামের ধানখেত থেকে বিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত কর্মকর্তা) মমিনুল ইসলাম। স্থানীয়দের মতে জানা যায়,৩০ অথবা ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত কর্মকর্তা) মমিনুল ইসলাম বলেন,অজ্ঞাত এক নারীর মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ