অনলাইন ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন। আমরা কিভাবে এগোতে চাই, তা সম্পর্কে বিশ্বকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২১শে সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আগামী সোমবার (২৩শে সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন।
এ বিষয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে। সে সম্পর্কে কারো যেন কোন দ্বিধা না থাকে। আমরা জাতিসংঘে সেগুলি প্রচার করবো।
পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়টি আমরা অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখছি। সেখানকার সবাই আমাদের মানুষ। সেখানে আমাদের চার উপদেষ্টা আছেন, তারা সেখানকার সব পক্ষের সঙ্গে আলাচনা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
লেবাননেরর পরিস্থিতি নিয়ে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবননে আমাদের দূতাবাস আছে। যদি প্রয়োজন হয় আমরা আমাদের জনগনকে দেশে নিয়ে আসবো। তবে এই মুহূর্তে প্রয়োজন নেই। যখন হবে, তখন নিয়ে আসবো
মন্তব্য করুন