সামিমা ইসলাম:
রাজধানীর ডেমরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ডেমরা থানা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বামৈল ইউনিট বিএনপি’র আয়োজনে রবিবার বিকেলে ডেমরার বামৈল এলাকায় এ অনুষ্ঠিত হয়। ইউনিট বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জুলহাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব নবী উল্লাহ্ নবী।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির সমন্বয় কমিটির সদস্য সচিব আনিসুজ্জামান আনিস, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাধু, মনির হোসেন, নূরমোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের পর কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় ।
মন্তব্য করুন