গোদাগাড়ী প্রতিনিধি : পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই সোমবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ পরিচালক আবদুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, ফিন্ড সুপারভাইজার আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পুথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না। দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আদর্শ মানুষ, ধর্মীয় নৈতিকতা থাকতে হবে, সেই সাথে সামনের দিনগুলোতে শিক্ষায় আরো ভালো পারফরমেন্স করে দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে এস.এস.সিতে উপজেলায় সর্বোচ্চ নাম্বারধারিদেরকে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ। সেই সাথে ভবিষ্যতেও যেন এমন ভালো উদ্যোগ নেয়া হয় সে জন্য আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন