ঢাকা, ২১ জুলাই ২০২৫:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।
সোমবার বিকেল ৫টার দিকে আইএসপিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্যমতে, দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ৭০ জন, যাদের মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে, তবে বর্তমানে সেখানে কেউ চিকিৎসাধীন নেই।
উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে মারা গেছেন ২ জন, চিকিৎসাধীন ১১ জন।
উত্তরা আধুনিক হাসপাতালে মৃত্যু হয়েছে ১ জনের, চিকিৎসা নিচ্ছেন আরও ৬০ জন।
এছাড়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন আছেন।
এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলো এখনও ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন