নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এনআইসিইউ রোগীর বিলসংক্রান্ত অনুসন্ধানে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। নিউজ২০ বাংলা টিভির সিনিয়র রিপোর্টার আবদুল আহাদ হোসেন এ ঘটনার শিকার হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিল নিয়ে জানতে চাইলে হাসপাতালে কর্মরত এক কর্মকর্তা বিল কমানোর প্রস্তাব দেন এবং পরে হাসপাতালের মার্কেটিং বিভাগের মাধ্যমে “চুক্তিতে” বিল নির্ধারণ হয়। অনুসন্ধানের একপর্যায়ে দুই যুবক সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে হুমকি দেন।
সাংবাদিকের অভিযোগ, হামলাকারীরা রাজনৈতিক পরিচয় তুলে ধরে তাকে হেনস্তা করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় হাসপাতালের অভ্যন্তরে কমিশন বাণিজ্য ও দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ ওঠে। অনুসন্ধানে জানা যায়, প্রতিটি রোগীর বিল থেকে একটি নির্দিষ্ট অংশ কমিশন হিসেবে রেফারারদের প্রদান করা হয় বলে অভিযোগ উঠেছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ