আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ( ১৭ ই মে ) উপলক্ষ্যে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগ ও আয়োজনে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও গুনিজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ এর ডেপুটি স্পিকার সামসুল হক টুকু এম পি।
বিশেষ অতিথি ছিলেন - ঢাকা ০৪ আসন এর মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ আওলাদ হোসেন সহ আরো অনান্য নেতৃবৃন্দ গন।
উক্ত অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবধান রাখায় সম্মননা স্মারক পেলেন কুমিল্লা জেলার শিক্ষা বিষয়ক শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক একাধিক বার স্বর্ন পদক প্রাপ্ত, বাংলাদেশ ইউনিয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান মো: নুর নবী।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ