নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জে দিনমজুর হত্যা চেষ্টা মামলার আসামী রাসেল হোসেন জিয়া গ্রেফতার রামগঞ্জে টাকা লেনদেন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তারেক হোসেন নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে রামগঞ্জ পৌরসভার প্রজন্ম ৭১ দলের সদস্য সচিব মোঃ রাসেল হোসেন জিয়া। শুক্রবার ১৯ এপ্রিল সকাল ৭ টা'র দিকে উপজেলার সোনারপুর গ্রামের উওর সোনাপুর সুয়ার বাড়ি। গুরুত্ব বিষয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার কিছু সময় পরই আসামি রাসেল হোসেন জিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ বিষয়ে দায়িত্বে ছিলেন এসআই রাজিব রামগঞ্জ থানা। পরবর্তীতে খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান পাওয়া যায় না। নিউজ২০ বাংলা টেলিভিশন এর একটি অভিযানিক দলসহ রামগঞ্জ থানা ওসি'কে অবগত করে এসআই রাজিব হোসেন (রামগঞ্জ থানা) ও টঙ্গী (পূর্ব) থানা এর স্পেশাল টিম এর নেতৃত্বে ২১শে এপ্রিল ২০২৪ রাত ১০:০২ ঘটিকায় একটি অভিযান পরিচালনা করে আসামি রাসেল হোসেন জিয়াকে রাজধানীর টঙ্গী (পূর্ব) এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিকে খুব শীঘ্রই টঙ্গী (ঢাকা) হতে রামগঞ্জ (লক্ষীপুর) থানায় হস্তান্তর করা হবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ