মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ শহরের ব্রিজ মোড়ে পঞ্চম শ্রেণী শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া কালো কাপড়ে চোখ বেঁধে প্লেকার্ড হাতে সড়ক নিরাপদ চাই বাঁচার মত বাঁচতে চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়কে অবস্থান কর্মসূচি করেন।
আজ ২১ এপ্রিল, রবিবার সকাল দশটায় নওগার প্রধান সড়কে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের এ অবস্থান কর্মসূচি পালন করেন।শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া বলেন, আমরা যখন যানবাহনে চড়ি তখন আমাদের নিরাপত্তা নাই, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য সড়কে ঘটে দুর্ঘটনা। এতে প্রাণ যায় সাধারণ যাত্রীদের। তাই সড়কে আইন শৃঙ্খলার পাশাপাশি সড়কের নিরাপত্তা চাই, বাঁচার মতো বাঁচতে চাই,দূর্ঘনা এড়াতে ট্রাফিক আইন প্রয়োগ চাই এমন দাবিতে আমি রাস্তায় দাঁড়িয়েছি, আমি বিস্বাস করি সঠিক ট্রাফিক আইন প্রয়োগ ও সবাই সচেতন হলে নিরাপদ সড়ক পাবো। দুর্ঘটনায় কারো প্রাণ আর ঝরে যাবে না।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ