রুস্তম আলী, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে হিটস্ট্রোকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। । মারা যাওয়া যুবক হলেন, গাজীপুর সিটি করপোরেশনের এনায়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (৩৬)।
গতকাল শনিবার (২০ এপ্রিল) বিকেলে তার মরদেহ উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশপুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জিএমপি কোনাবাড়ি থানা পুলিশ কাশিমপুর কারাগার সড়কে গিয়ে সোহেল রানাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ তাকে রিকশাচালকের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে আবারও রোদের মধ্যে ঘোরাফেরা শুরু করেন সোহেল রানা। দুপুরের দিকে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ