একরামুল হক : দাগনভূঞা কল্যাণ পরিষদ ঢাকা এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানটির সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারী মোহাম্মদ তারেক।
২০ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ- উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, ফেনী ফোরাম ঢাকার সভাপতি কবির আহমেদ, ফেনী ফোরাম ঢাকার সেক্রেটারী ডাঃ ফখরুদ্দিন মানিক, অতিরিক্ত সচিব খুরশিদ আলম সাগর, জয়েন্ট সেক্রেটারী জেনারেল-১(BAIRA) মোহাম্মদ ফখরুল ইসলাম, আল- জাজিরা ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আবুল কাশেম,সেলিম আজম ইন্টারন্যাশনাল লিমিটেড এর স্বত্বাধিকারী এবিএম শফিউল আজম,ফেনী ফোরাম ঢাকার সহ-সভাপতি দিদারুল আলম মজুমদার, সংগঠনটি সহ-সভাপতি আবদুল আউয়াল কামরুল, প্রাইম ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী তাজুল ইসলাম লিটন, এস কে ট্রাভেল এর স্বত্বাধিকারী শাহাব উদ্দিন।
অধ্যাপক মাঈন উদ্দীন বলেন বিপ্লবের ছয় মাস না যেতে বিপ্লবী সাথীদের মাঝে বিভেদ দেখা যাচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না ফ্যাসিবাদ চলে গেলেও তাদের দোসরেরা জায়গামতো বসে আছে, বিপ্লবের সাথীদেরকে আরো বহুদিন ঐক্যবদ্ধ থাকতে হবে। কবির আহমেদ বলেন না না কারণে ফেনী জেলার মধ্যে দাগনভূঁইয়া উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জামায়াত ইসলামের সাবেক আমির মকবুল আহমেদ এর উত্তরসূরী হিসেবে আমাদের কে ভূমিকা রাখতে হবে। খোরশেদ আলম সাগর বলেন কুরআন নাযিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, কুরআন হাদিসের আলোকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষ শান্তিতে থাকবে।
সভাপতির বক্তব্যে মেজবাহ উদ্দিন সাঈদ বলেন ২৮ শে অক্টোবরের পর আমরা সকল আশা ছেড়ে দিয়েছিলাম।কিন্তু ছাত্রদের রক্তের উপর দিয়ে আজ আমরা মুক্ত, আমরা কথা বলতে পারছি । সুযোগ পেয়েছি তাই আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার স্বপ্ন দাগনভূজা উপজেলার কোন মানুষ যাতে অভুক্ত না থকে।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ